নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হেনেছেন। বাইরের বল অযথা খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় (১ বলে ০)। টেস্টে ১১ ইনিংসে তার শূন্য এ নিয়ে ছয়টি।
এক ওভার বিরতি দিয়ে এসে রোচ তুলে নিয়েছেন টপঅর্ডারের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তকেও। ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হওয়া শান্তও করেছেন শূন্য, ৫ বল খেলে। ফলে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর ব্যাট করতে নেমে তামিমের সঙ্গে জুটি বাধার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। আশা ছিল, নেতৃত্বের ভারমুক্ত হওয়ার পর নিজেকে ফিরে পাবেন টেস্টে বাংলাদেশের সেরা এই ব্যাটার। কিন্তু, না। তিনি নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। কোনোভাবেই ফর্মে ফিরতে পারছেন না।
আজও সুযোগ ছিল তার সামনে নিজেকে মেলে ধরার। কিন্তু না, মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর দেখানো পথে হেঁটে তিনিও আউট হলেন শুন্য রানে। জেইডেন সিলসের ডেলিভারি তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন মুমিনুল। এ নিয়ে টানা আট ইনিংসের দশের নিচে আউট হলেন তিনি।
পানি পানের বিরতির পর ফিরেই আলঝারি জোসেফের শিকার হন তামিম। ১৪তম ওভারের শেষ বলে ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ৪৩ বলে ৪ চারে ২৯ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে কাইল মায়ার্সের শিকার হন লিটন দাস। তিনিও ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৩ বলে ১২ রান করেন। কাইল মায়ার্সের একই ওভারে ফেরেন সোহান। মুশফিকের পরিবর্তে সোহান জায়গা পেয়েছিলেন একাদশে, ফিরলেন শূন্য রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৭ রান।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ