নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ দেখতে পারবে না বাংলাদেশের সমর্থকরা। কিন্তু টি-স্পোর্টস, গাজী টিভিসহ অন্য সব স্যাটেলাইট টিভি সংস্থাগুলোর কেউই খেলা দেখাতে পারছে না। এমনকি সরকারি টেরিস্টিয়াল সম্প্রচারকারী বিটিভিও না।
জানা গেছে, আইসিসি টিভি নামে একটি অ্যাপস আছে, যেটাতে খেলা দেখা যেতে পারে। অ্যাপসটি ডাউনলোড করতে লাগবে টাকা। শুধু টাকা দিয়ে অ্যাপস ডাউনলোড করলে তো হবে না, ইন্টরেনেটের ডাটা কিনতে হবে, নেট স্পিড ভালো থাকতে হবে, তবেই না খেলা দেখা যাবে!
তবে এই লিংকে ক্লিক করে ফ্রিতে খেলা দেখতে পারবেন টাইগার ভক্তরা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আইসিসি টিভি অ্যাপসটা যেন বিনামূল্যে বাংলাদেশের দর্শকরা ডাউনলোড করে খেলা দেখতে পারে, সে জন্য চেষ্টা করছে বিসিবি।
‘আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, আইসিসি টিভি একটা প্লাটফর্ম আছে, সেখানে ম্যাচ দেখা যাবে। এটা একটা যে রাইটস হোল্ডার আছে টিএসএম; আমরা যতটুক শুনেছি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে তারা আইসিসি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এটা দেখা যাবে।’
এদিকে ২০১৮ সালের সবশেষ ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজটি যেনো পুরোপুরি ভুলে যাওয়ার মতোই কাটিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে গড়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। দুই ম্যাচেই হারে বড় ব্যবধানে।
তবে অধিনায়ক সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বড় সাফল্য আছে টাইগারদের। ২০০৯ সালে তুলনামূলক খর্বশক্তির ক্যারিবীয়দের দুই ম্যাচেই উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শক্তিশালী কোনো দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেয়েছিল সাকিবের দল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা, রেয়মন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মোটি, জায়ডেন সিলস।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ