নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬০ রানে অলআউট করেছে সাকিব-মোস্তাফিজরা। রান তাড়ায় ৭ উইকেট ব্যবধানে অনায়াস জয় পায় টাইগাররা। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্বাগতিকরা আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
প্রথম ম্যাচের শিক্ষা কাজে লাগিয়ে আজ ঘুরে দাঁড়াতে চায় ল্যাথাম বাহিনী। কিউই একাদশেও আসছে বড় পরিবর্তন। করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েই আজ একাদশে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককনকি, ডগ ব্রেসওয়েল, অ্যাজাজ প্যাটেল, হামিশ বেনেট, বেন সিয়ার্স।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ