নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের সঙ্গে ‘সিআরসেভেন’ থাকবে না, তা কী করে হয়? ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরেই খেলবেন রোনালদো। বৃহস্পতিবার রাতে ইংলিশ জায়ান্ট ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
ওল্ড ট্যাফোর্ডে ২০০৩-০৯ পর্যন্ত ছয় মৌসুমের প্রথম মেয়াদে সাত নম্বর জার্সি পরেই মাঠ মাতিয়েছিলেন রোনালদো। তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছিলেন আটটি মেজর শিরোপা।
এ মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ফের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা।
তবে বর্তমানে ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরে খেলছিলেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। যিনি রোনালদোকে ৭ নম্বর ছেড়ে দিয়ে এখন থেকে ২১ নম্বর পরে খেলবেন। এজন্য রোনালদোর কাছ থেকে ধন্যবাদও পেয়েছেন কাভানি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ