নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোরবোর্ডে পাহাড়সম রান তোলে তামিম ইকবালের দল। বোলিংয়েও সেই ধারা বজায় রাখেন এবাদত হোসেন-নাসুম আহমেদরা। আর তাতে বড় জয়ের পাশাপাশি নতুন রেকর্ড গড়েছে টাইগাররা।
শুরুতে ব্যাট করে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ৩৩৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে থামে আইরিশদের ইনিংস।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয়টা। এবার সেই আইরিশদের আরও বড় ব্যবধানে হারানোর রেকর্ড গড়ল তামিম-সাকিবরা।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ