নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া সিরিজের পর নতুন মিশনে নামছে দুরন্ত টাইগাররা।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এ বছরের ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার বাকি এখনও সাত মাস। তার আগে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স বাংলাদেশকে দেখাচ্ছে আশার আলো।
পাশের দেশ ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদদের প্রতিভা এবং লিটন দাস, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মে ভালো কিছুর স্বপ্ন বুনছেন ক্রিকেটপ্রেমীরা।
পুরো সিরিজে দারুণ পারফর্ম করেছেন টাইগার তরুণরা। বারবার কটাক্ষের শিকার শান্ত তো হলেন সিরিজসেরাই। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩ ম্যাচে সর্বোচ্চ ১৪৪ রান করেন তিনি। তার মতো তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, তানভির ইসলাম, নাসুম আহমেদরাও লাল সবুজের প্রতিনিধিদের আশা দেখাচ্ছেন।
হৃদয় তিন ম্যাচে ১১৭.১৪ স্ট্রাইকরেটে করেন ৪১ রান। হাসান কিপটে বোলিংয়ে নেন ৩ উইকেট। তানভির-নাসুমরাও সুযোগ পেয়ে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন।
এক বছর আগেও বাংলাদেশের ফিল্ডিং নিয়ে বিস্তর সমালোচনা হতো। দিন বদলেছে, টাইগাররা এই সেক্টরে বলতে গেলে অভাবনীয় সাফল্যই দেখাচ্ছে। যা নজরে পড়েছে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে। শুধুই কি উন্নতি? সাকিব তো টি-টোয়েন্টি সিরিজ শেষে দাবিই করেছেন, এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ সেরা ফিল্ডিং সাইট। তার ভাষ্যমতে, আমাদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটি আমাদের সবসময় করা উচিত। দলের পরিকল্পনা ছিল যেন আমরা এশিয়ার সেরা ফিল্ডিং দল হতে পারি। আমার মনে হয় না বেশি দূরে আছি। এই দলকে আমি বলব এশিয়ার সেরা ফিল্ডিং দল।
পরিচিত কন্ডিশন! শুনে মনে হতে পারে এটা আবার কী! যেহেতু টুর্নামেন্ট ভারতের মাটিতে। ভারত কিংবা বাংলাদেশ, পার্থক্য কিন্তু খুব বেশি না। এমনকি, অনেকে তো বলেই ফেলেন, এশিয়ার সব দেশের পিচ কন্ডিশনই প্রায় একই রকমের। আইপিএল ও বিগ ব্যাশের তুলনায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যেমন বললেন, অস্ট্রেলিয়ার পিচগুলো ফাস্ট এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আইপিএলে একই এশিয়ান কন্ডিশন।’ বলা যায়, ভারত ও বাংলাদেশের উইকেটই মোটামুটি কাছাকাছি মানের ও ধরনের। যা বিশ্বকাপে বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে।
বেশ কয়েক বছর ধরে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। চলতি মাসে শুরু হতে যাওয়া টুর্নামেন্টেও তাদের খেলার কথা আছে। এরমধ্যে সাকিব কলকাতা নাইট রাইডার্সে ও মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। ভারতের মাটিতে খেলা তাদেরকে বাংলাদেশের বিশ্বকাপ মিশনেও এগিয়ে দিতে পারে। সাকিবের পাশাপাশি এই আসরে লিটন দাসেরও কলকাতার হয়ে খেলার কথা রয়েছে।
প্রথম ওয়ানডেতে সম্ভাব্য বাংলাদেশ একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ