ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৩, ২৩:৫১

আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

শুক্রবার (১৭ মার্চ) উন্মোচন করা হলো সেই সিরিজের ট্রফি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এই ট্রফি উন্মোচন করেন। সিরিজটি সামনে রেখে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুদলই। অনুশীলন শেষে দুপুর ১টার দিকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেন সাকিব-তামিমরা।

আগামী ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বাকি দুই ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে দুপুর ২টায় শুরু হলেও সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে - ২৭, ২৯ ও ৩১ মার্চ।

সব মিলিয়ে দু‘দল ওয়ানডে খেলেছে ১০ বার। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় সাতটি ম্যাচেই, দুটি ম্যাচে জয় পায় আয়ারল্যান্ড; একটি ম্যাচ পরিতক্ত হয়। এর মাঝে শেষ ম্যাচে টানা জয় পেয়েছে টাইগাররা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ