নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
হার দিয়ে শুরু আর হার দিয়ে শেষ। এবারের টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের বাংলাদেশ দলের এই হলো প্রাপ্তি।
এবার বিশ্বকাপ মৌসুমের প্রথম তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই তিন ম্যাচের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানে হেরেছে বাংলাদেশ।
আর এতেই টুর্নামেন্টের বিদায় নিশ্চিত হয়েছিল। তাই শেষ ম্যাচ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিলো শুধুমাত্র আনুষ্ঠানিকতার। নারী ক্রিকেট দলের প্রাপ্তির খাতা যেনো শেষ হয়েও হয়লো না শেষ।
তাই সবশেষ নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ব্যাট করতে নেমে শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে কোনো রানই করতে পারেননি তিনি। আরেক ওপেনার শামীমা সুলতানা আউট হন ১১ রান করে। বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১১৩ রান।
জবাব দিতে গিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন প্রোটিয়া ওপেনার লরা উলভার্ডট এবং তাজমিন ব্রিটস। দুজনে গড়ে তোলেন ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন উলভার্ডট। ৭টি বাউন্ডারির সঙ্গে তার ছক্কা ছিল ১টি। তাজমিন ব্রিটস ৫১ বলে অপরাজিত থাকেন ৫০ রান করে। বাউন্ডারি মেরেছেন ৪টি।
বাংলাদেশের করা ৬ উইকেটে ১১৩ রান মাত্র ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে গেছে প্রোটিয়া নারীরা।
তবে, ১৩ বল হাতে রেখে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে বিশাল লাভ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। পূর্ণ ২ পয়েন্টের পাশাপাশি রানরেটটাও বাড়িয়ে নিতে পেরেছে তারা। যার ফলে, নিউজিল্যান্ড ছিটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ