ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

কুমিল্লার বিপক্ষে সিলেটের সংগ্রহ ১২৫ 

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা।

রোববার (১২ ফেব্রুয়ারি) ফাইনাল নিশ্চিতের ম্যাচে ১৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাশরাফীদের ইনিংস থেমেছে মাত্র ১২৫ রানে।

কুমিল্লার হয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছেন তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর রহমান। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট স্ট্রাইকার্স। মাত্র ১৬ রান তুলতেই তারা হারিয়ে বসে শফিকুল্লাহ ঘাফারি (৫), তৌহিদ হৃদয় (০) ও জাকির হাসানের (২) উইকেট। ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে চতুর্থ উইকেটে মাঠে নামেন মাশরাফী বিন মোর্ত্তজা।

ক্রিজে নেমেই কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন সিলেট অধিনায়ক। তার সঙ্গে যোগ দেন শান্তও। ৬ ওভার ব্যাট করে দুজন মিলে দলকে এনে দেন ৫৬ রান। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে আন্দ্রে রাসেল এসে মোর্ত্তজাকে সাজঘরে ফেরালে ফের ছন্দপতন হয় সিলেটের। ২ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৬ রান করে আউট হন মাশরাফী। পরের ওভারেই বিদায় নেন ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৮ রান করা শান্ত। তাতে ৪১২ রান করে তিনি বনে গেছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক।

শান্তকে বোল্ড করার পরের বলেই তানভীর ইসলাম ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান ক্রিজে আসা রায়ান বার্লকে। ৭৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধস নামা ব্যাটিং লাইনআপের হাল ধরেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেন প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডে। তাদের ৩৯ রানের জুটি ১৬তম ওভারে এসে ভাঙেন মুকিদুল ইসলাম। তাকে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে জনসন চার্লসের হাতে ধরা পড়েন মুশফিক। ২২ বলে ৪ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২৯ রান।

মুশফিকের বিদায়ের পর আর কেউ ধরতে পারেননি সিলেটের হাল। শেষ পর্যন্ত ১২৫ রানেই থামতে হয়েছে তাদের। এ ম্যাচে যারা হারবে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করতে পাবে আরও একটি সুযোগ। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের লড়তে হবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ