নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চরম তাপপ্রবাহে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও নাজেহাল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তৃষ্ণার্ত ছোট্ট একটি পাখিকে পানি করিয়েছেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। পাখিকে এভাবে পানি পান করানো ব্যক্তির প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, তপ্ত রোদে পিচঢালা রাস্তার মাঝখানে বসে হাসফাঁস করছে পাখিটি। এ সময় বোতলের ক্যাপে পানি ঢেলে পাখিটির সামনে এগিয়ে ধরেন ওই ব্যক্তি। তাতেও পাখিটি পানি পান করতে না পারলে একপর্যায়ে তার মুখে কিছুটা পানি ঢেলে দেওয়া হয়। এবার পাখিটি যেন প্রাণ ফিরে পায়।
ভারতের ছত্তিসগড়ের আইএএস কর্মকর্তা অনিশ সরণ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন।
दो बूँद ज़िंदगी के. pic.twitter.com/pI5Zoc9GJN
— Awanish Sharan (@AwanishSharan) May 20, 2022
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ