নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সৌদি আরবে মাকে পিঠে নিয়ে পবিত্র কাবাঘর তাওয়াফরত সন্তানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উজবেকিস্তানের এই সন্তানের এমন পবিত্র কাজে স্বাগত ও মোবারকবাদ জানিয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, ওমরা পালনের অংশ হিসেবে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করছেন এক ব্যক্তি। এ সময় মাকেও পিঠে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে তাদের তাওয়াফের দৃশ্যের প্রতি নজর সবার।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) সৌদিভিত্তিক টিভি চ্যানেল আল-ইখবারিয়াহ ভিডিওটি শিয়ারে লিখেছে, ‘মায়ের মুখের হাসি জীবনে নিয়ে আসে প্রশান্তি। পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণের নজরকাড়া দৃশ্য। উজবেকিস্তানের এক ওমরাযাত্রী মাকে পিঠে নিয়ে হাসিমুখে কাবাঘর তাওয়াফ করছেন।’
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ