ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

মসজিদে বসে ফেক্সিলোডের ব্যবসা কি করা যাবে?

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৩, ২০:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ২০:৩৩

আমি একজন ইজিলোড, ফ্লেক্সিলোড ব্যবসায়ী। এ বছর আমি এতেকাফে বসতে চাচ্ছি। বিভিন্ন মানুষ আমাকে রাতে-দিনে বিভিন্ন সময়ে ইজিলোড, ফ্লেক্সিলোড ইত্যাদির জন্য ফোন করতে থাকে। আমার জানার বিষয় হলো, ইতিকাফ অবস্থায় ইজিলোড, ফ্লেক্সিলোড ও অন্যান্য অনলাইন ব্যবসা করতে পারব কি না? প্রশ্নটি করেছেন কক্সবাজার থেকে আয়মান সাদিক

উত্তর : মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর।’ (সুরা : জিন, আয়াত : ১৮)

মসজিদকে ভালোবাসা, মসজিদে বেশি সময় অবস্থান, মসজিদ পবিত্র-পরিচ্ছন্ন, মসজিদের উন্নতি সাধন, মসজিদের আদব রক্ষা করা ইত্যাদি মসজিদের হক ও মসজিদ আবাদ রাখার শর্ত। মহান আল্লাহ বলেন, ‘প্রথম দিন থেকেই মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার ওপর...।’ (তওবা, আয়াত : ১০৮)

মসজিদে বেচা-কেনা ও ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ। ইতিকাফ অবস্থায় তা আরও বর্জনীয় বিষয়। তাই মসজিদে বসে এবং ইতিকাফ অবস্থায় ইজিলোড, ফেক্সিলোড ও অনলাইনভিত্তিক অন্যান্য ব্যবসাও করা যাবে না। (ফাতাওয়া খানিয়া : ১/২২২, আততাজনীস ওয়াল মাজিদ : ২/৪৪৪)

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ