ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

মেলায় আসছে রায়হান রাশেদের ‘যারা দীপ জ্বেলে যায়’

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৮

অমর একুশে বইমেলায় আসছে লেখক ও সাংবাদিক রায়হান রাশেদের বই যারা দীপ জ্বেলে যায়। বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। বইটি মেলায় রাহনুমা প্রকাশনীর ২০৬—ঘ, ঙ স্টলে পাওয়া যাবে।

রায়হান রাশেদ বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকা দৈনিক নয়া শতাব্দীতে কর্মরত। এ বইয়ে লেখক পরার্থে জীবন পার করছেন এমন মানুষদের গল্পই বলেছেন। খুব ব্যস্ত আজকের বাজারকেন্দ্রিক সমাজে এসব মানুষ কমছে দ্রুত। তাই তাদের কথা বলে রাখাও জরুরি। এই কাজটি করে লেখক যথার্থই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হয়েছেন।

বইটিতে এমন মানুষদের নিয়ে ফিচার লেখা হয়েছে, যাদের কেউ বিনা মূল্যে ১২ বছর ধরে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন, কেউ ৬০ বছর ধরে মানুষকে বই পড়তে দিচ্ছেন আর সংগ্রহ করেছেন অমূল্য রতন, কেউ ইতিহাসের সন্ধানে এক জীবন বিলিয়ে দিয়েছেন, কেউ পথশিশুদের সঙ্গে জীবনের সংসার পেতেছেন কিংবা বিনামূল্যে দিয়েছেন ৩৫ হাজার বই। কেউ কভিড-১৯ এ জীবন বাজি রেখে দাফন করেছেন মরদেহ, হাত নেই; পায়ে লিখে পড়াচ্ছেন কেউ, কেউ আবার অন্ধ হয়েও হাফেজ তৈরির কারখানা গড়েছেন কিংবা সংগ্রামী জীবন শেষে এনেছেন সফলতা বা উস্তাদ ছাড়াই ছুঁয়ে ফেলেছেন স্বপ্নের মসনদ।

বইটির লেখক রায়হান রাশেদ বলেন, যারা দ্বীপ জ্বেলে যায় বইয়ের প্রতিটি চরিত্রই পরোপকারী, মানবদরদী, হিতৈষী, সংগ্রামী ও অদম্য। তারা আলো জ্বেলে যায়। আধার তাড়ায়। সুখবর দিয়ে যায়। সুপ্রভাত নির্মাণ করে। তারা আছেন বলেই বাংলাদেশ এত সুন্দর। বাংলাদেশ হাসে। স্বপ্ন দেখে। সুখের আকাশ ছুঁয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ