ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২১

সময় মানে নতুন জীবন, নতুন আয়ু ও অভিনব সম্ভাবনা। সময়ের কোলে জন্ম হয় সভ্যতা ও সংস্কৃতির। সময় থেমে থাকে না। সময় চলে নিজস্ব নিয়মে। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ইতিহাসের পাতা ভরে ওঠে। আমরা প্রতিদিন পেছনে ফিরে তাকালে দেখতে পাব, আজকের এই দিনে কি ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যু হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি, রোববার। দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও বিষয়-

ঘটনাবলি

১৪২৯ : হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।

১৫০২ : ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।

১৭৮২ : মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ।

১৮১৮ : চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।

১৮৫৫ : মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।

১৮৭৭ : প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৯২১ : জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।

১৯৪৫ : ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।

১৯৬১ : শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।

১৯৭০ : কায়রোতে ধাতব কারখানায় ইসরায়েলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।

১৯৭২ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।

১৯৮১ : কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৬ : প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।

১৯৯৭ : বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

১০১৪ : জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।

১৮০৯ : চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।

১৮০৯ : আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

১৮৭১ : দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।

১৯০০ : ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু।

১৯১১ : বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।

১৯১৫ : মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।

১৯১৯ : সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।

১৯৪৩ : আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।

১৯৫১ : চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।

মৃত্যু

১৮৭৮ : আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্ম যাজক ও বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।

১৯১৬ : রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।

১৯৪৯ : হাসান আল-বান্না, মিসরীয় শিক্ষাবিদ, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা।

১৯৬০ : অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক।

১৯৬১ : অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।

১৯৭৫ : মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।

১৯৭৮ : খগেন্দ্রনাথ মিত্র, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৯৮০ : অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।

২০১৪ : জন পিকস্টোন, ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ