নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত, ন্যাচারাল বিউটি কেয়ারে আজ বাংলাদেশের অতি পরিচিত একটি নাম। শুক্রবার (২১ জানুয়ারি) বসুন্ধরা শপিং কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়ে গেলো কাশ্মিরী বিউটির জমজমাট দ্বিতীয় শো-রুমের উদ্বোধন।
গ্রান্ড ওপেনিং এর প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। যিনি কাশ্মিরী বিউটির ব্রান্ড এম্বাসেডর।
কোম্পানির প্রতিষ্ঠাতা জিনিয়াত জাহান জানান, ২০১৭ থেকে যাত্রা শুরু করে ক্রেতাদের ভালবাসা, দোয়া আর নিজের অক্লান্ত পরিশ্রমে কাশ্মিরী বিউটি আজ সবার মনে একটি ভালবাসা ও ভরসার জায়গা করে নিয়েছে। এজন্য তিনি সকল ক্রেতাদের কাছে তার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানকে আরও মোহময় করতে- নওসিন চোধুরী, ইসায়া তাহসিন, রিফাত আরা, সানজিদা, তাসনুভা আনোয়ার, বারিসা হক, মালা খন্দকার, সিলভী মাহমুদসহ অনেক সেলেব্রেটি, অনলাইন ইনফ্লুয়েন্সারসহ অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ