ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

বিয়ের আগে এই ৪ গোপন কথা না জানলে বিপদ

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৩, ১২:৩৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৩, ১২:৩৮

বিয়ে বন্ধনে নিজেকে ছাড়াও জড়িয়ে থাকে আরও একজনের জীবন। কাজেই বিয়ের সিদ্ধান্ত যদি নিয়েই ফেলেন, তাহলে সম্ভাব্য জীবনসঙ্গীর ভালোমন্দের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা না রাখলেই নয়। জেনে নিন, বিয়ের আগে কোন বিষয়ে কথোপকথন খুব দরকার-

১. বিয়ের আগে আলোচনা করুন সঙ্গীর অর্থনৈতিক অবস্থা নিয়ে। দাম্পত্য জীবনে পরস্পরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা অত্যন্ত প্রয়োজন। আর্থিক অবস্থা ভালো হোক বা মন্দ, দুজনে কী ভাবে এগোতে চান, তা বিয়ের আগেই আলোচনা করে নেওয়া ভালো। বিয়ের পর স্ত্রী উপার্জন করতে চান কি না, তা নিয়ে কথা বলুন।

২. সন্তানধারণ নিয়ে জীবনসঙ্গীর কী মতামত, তা আগে থেতেই জেনে নিন। অসম্মতি থাকলে আলোচনা করুন। অনেক ক্ষেত্রে চাইলেও সন্তানধারণে সক্ষম হন না অনেক দম্পতি, সে ক্ষেত্রে কী করণীয় হতে পারে, আলোচনা করুন তা নিয়েও। বিয়ের আগে কিছু রক্তপরীক্ষা করানো জরুরি। বিভিন্ন বেসরকারি ক্লিনিকে এই পরীক্ষাগুলো করানোর প্যাকেজ থাকে। এই পরীক্ষা দুজনের স্বাস্থ্য ও আপনাদের জীবনে খুদে সদস্য এলে ওর স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ, তাই এই পরীক্ষাগুলোও বিয়ের আগে করা জরুরি।

৩. বিয়েতে অনেক ক্ষেত্রেই দুজন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দুজনের পরিবারের সঙ্গে দুজনের কেমন রসায়ন, তা-ও আগে থেকে জেনে নেওয়া ভালো। সঙ্গীর পরিবার নিয়ে মনে কোনও রকম সমস্যা হলে সে বিষয় আগেই কথা সেরে নিন। না হলে এই ছোট সমস্যাও বিচ্ছেদের কারণ হতে পারে।

৪. বিয়ের আগে অবশ্যই কথা বলুন পরস্পরের মানসিক স্বাস্থ্য নিয়ে। এখনকার দিনে অনেকেই হীনম্মন্যতা বা মানসিক অবসাদ ভোগেন। অনেককে এই কারণের জন্য মনোবিদেরও সাহায্য নিতে হয়। আপনার এমন কোনও সমস্যা থাকলে সঙ্গীকে আগে থেকেই খুলে বলুন। আর সঙ্গীও এই প্রকার কোনও সমস্যায় ভুগছেন কিনা, তা জেনে নিন। সঙ্গীর নিরাপত্তাহীনতা বা মানসিক অবসাদে নিজের ভূমিকা কী হবে, তা নিয়ে সম্যক ধারণা থাকলে কমে দাম্পত্য কলহের আশঙ্কা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ