নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
উজ্জ্বল, নরম ত্বক সবাই চান। কিন্তু কারও কারও ত্বক খুব শুষ্ক এবং নিস্তেজ দেখায়। এ থেকে মুক্তি পেতে ত্বকচর্চা করেন অনেকেই। সকালে ময়েশ্চারাইজার লাগান। তবে রাতে আর ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এমনটা করলে চলবে না। সকালের মতো রাতেও ত্বকের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে শুষ্ক এবং প্রাণহীন ত্বকের জন্য। এবোর জেনে নিন ত্বকের সজীবতা ফিরিয়ে আনার উপায়গুলো।
ক্লিনজিং:
ত্বকের যত্নের অন্যতম একটি ধাপ ক্লিনজিং। ত্বক ঠিক করে পরিষ্কার অত্যন্ত জরুরি। তবে কী দিয়ে ক্লিনজিং করছেন, সেটাও দেখা দরকার। ব্যবহার করতে পারেন তেলযুক্ত কোনও ক্লিনজার। ঘন ঘন মেকআপ করার কারণে তৈরি হওয়া ত্বকের গর্তগুলির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
ফেসমাস্ক:
প্রসাধনী ব্যবহারে ত্বক নিজের আর্দ্রতা হারাতে শুরু করে। ত্বক সজীব রাখতে তাই ব্যবহার করতে পারেন ফেসমাস্ক। বাজার থেকে বিভিন্ন ধরনের ফেসমাস্ক কিনতে পারেন। তবে আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। মুলতানি মাটি আর গোলাপ জল, এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে নিন। ত্বকের শুষ্কতা দূর হবে।
টোনার এবং সিরাম:
ত্বকের যত্নে নিয়ম করে সিরাম এবং টোনারের ব্যবহার অত্যন্ত জরুরি। মেকআপ করুন আর না করুন, প্রতিদিনের রূপচর্চায় এই কয়েকটি ধাপ মেনে চলতেই হবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ