নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আবারও চীনে লকডাউন। করোনা শুরুর দুই বছরেরও অধিক সময় পর প্রথমবারের মত শহর ব্যাপী লকডাউন ঘোষণা করেছে চীন। চীনের সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়।
গত এক মাস ধরেই শহরটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণের হার না কমায় পুরো শহরটিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে । শহরটির দুই অঞ্চলে দুই ধাপে লকডাউন কার্যকর হবে। শহরের পূর্বাঞ্চলে সোমবার থেকে পহেলা এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিম অংশে পহেলা এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের সময় নগরীর গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিংবা বাড়ি থেকে কাজ চালাতে হবে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ