নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক সরিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার (১৭ মার্চ) নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আইসিসি কি পুতিনকে গ্রেফতার করতে পারবে? আদৌ কি রুশ প্রেসিডেন্ট গ্রেফতার হবেন?
রায়ের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেই উত্তর অবশ্য দিয়ে দিয়েছেন।জানিয়েছেন, ‘রাশিয়া আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না। তারা এই প্রশ্নটি অগ্রহণযোগ্য বলে মনে করেন।’
পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার নিজ টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘আইসিসির আদেশ মানতে রাশিয়া বাধ্য না। কারণ আমরা এ আদালতকে মানি না।’
এছাড়াও ১৯৯৮ সালে যে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল। এতে এখন পর্যন্ত ১২৩ দেশ স্বাক্ষর করলেও সেই রোম সংবিধিতে এখনো স্বাক্ষর করেনি রাশিয়া। তাই রাশিয়া আইসিসিরি নির্দেশনা মানতে বাধ্য নয়।
আইসিসিরি নিজস্ব কোনো পুলিশ বাহিনী নাই। তাই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে চুক্তিবদ্ধ দেশগুলোর ওপর নির্ভর করতে হয় আইসিসিকে। আর নিকট-ভবিষ্যতে আইসিসির চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে পুতিনে যাওয়ার সম্ভাবনা কম। আর গেলেও তিনি যে গ্রেফতার হবেন, তেমন কোনো আশঙ্কা নেই বললেই চলে। কারণ এর জন্য ওই দেশটিকে অবশ্যই পুতিনকে গ্রেফতারে আগ্রহী হতে হবে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ