নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিয়ের পর কেটে গেছে ছয় বছর। বেশ সুখেই সংসার করছিলেন তারা। তাদের ঘরে রয়েছে একটি ছেলে সন্তানও। কিন্তু হঠাৎ সুখের ঘরে স্ত্রীর অসুখের পর নেমে এসেছে ঝড়।
তবে তার স্ত্রীর অসুস্থতার জন্য নয়, এমন এক সত্য সামনে এসেছে যার ফলে লণ্ডভণ্ড হতে বসেছে তাদের সংসার জীবন। দীর্ঘ বৈবাহিক জীবন কাটানোর পর ওই ব্যক্তি জানতে পেরেছেন স্ত্রী নাকি তার আপন বোন।
শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
এতদিন সংসার করার পর কিভাবেই বা তিনি বোন হলেন? নিজের জীবনের এত বড় রহস্যের কথা নিজেই জানিয়েছেন ওই যুবক।
তিনি জানান, ছেলের জন্মের পর হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিডনি সমস্যায় ভুগছিলেন তার স্ত্রী। চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপন করাতে হবে। তবেই সুস্থ হবেন তিনি। কিন্তু সেই সময়ে অনেক খুঁজেও কিডনি দিতে পারবেন, এমন কাউকে পাওয়া যাচ্ছিল না। তখন ওই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে, তিনি নিজেই কিডনি দেবেন। নিজের সিদ্ধান্তের কথা তিনি চিকিৎসকদের জানান। সেই অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় যে, তিনি কিডনি দিতে সক্ষম।
একইসাথে তাকে এইচএলএ (হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন) পরীক্ষা করতে বলেন। আর সেই পরীক্ষাতেও তার স্ত্রীর সাথে মিল খুঁজে পান চিকিৎসকরা। এরপরই সামনে এসে জীবনের সেই সত্যি। যা জানতে পেরে স্বামী-স্ত্রী উভয়েই চমকে যান। এমন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত তা তারা বুঝে উঠতে পারছিলেন না। ওই যুবক তার বাবা-মায়ের দত্তক পুত্র। ব়ড় হওয়ার পর তা জেনেছিলেন তিনি। এই মুহূর্তে দু’জনেরই বাবা-মা মারা গিয়েছেন। ফলে আসল ঘটনাটি কী, তা জানার উপায় নেই।
সূত্র : এই সময়, আনন্দবাজার
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ