নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে মস্কো সফরে যাচ্ছেন। শুক্রবার (১৭ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন সি চিন পিং। খবর আল জাজিরার।
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট সি ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন। মস্কো সফরকালে পুতিনের সঙ্গে বৈঠক করবেন সি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এই বৈঠকের উদ্দেশ্য হবে দ্বিপক্ষীয় আস্থা আরও গভীর করা
এদিকে এ সফরকে ঘীরে ক্রেমলিনও একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের সর্বোচ্চ নেতা একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।
আলোচনার সময়, তারা রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতার আরও উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে সেনা অভিযান বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি১২ দফা শান্তি প্রস্তাব দেয় চীন। এতে যুদ্ধবন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজতে দুই দেশের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে, বেসামরিকনাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ