বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

চাকরি করতে চাওয়ায় ইট দিয়ে পুত্রবধূর মাথা ফাটালেন শ্বশুর

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৩, ১৭:০৮

চাকরি করে উপার্জন করতে চাওয়ায় প্রকাশ্য রাস্তায় শ্বশুরের ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুত্রবধূ (২৬)। আহত নারীর নাম কাজল। ঘটনাটি ঘটেছে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রেমনগরে। এ ঘটনার ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাজল বাইরে চাকরি করে উপার্জন করতে চাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করেন শ্বশুর। কাজলের স্বামীর নাম প্রবীণ কুমার। কাজল বাইরে কোনো একটা চাকরি করে স্বামীকে আর্থিকভাবে একটু সহায়তা করতে চেয়েছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর শ্বশুর। মঙ্গলবার কাজল চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন।

ভিডিও চিত্রে দেখা গেছে, চাকরির সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রেমনগরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাজল। এটা দেখে কাজলের শ্বশুর একটি ইট নিয়ে তার মুখোমুখি চলে আসেন। একপর্যায়ে ইট দিয়ে তিনি কাজলের মাথায় বারবার আঘাত করতে থাকেন। কাজল পালানোর চেষ্টা করলে শ্বশুর ইট নিয়ে তাকে তাড়া করেন।

পুলিশ বলছে, ২৬ বছর বয়সি ওই পুত্রবধূর নাম কাজল। তিনি বাইরে চাকরি করে উপার্জন করতে চাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করেন তার শ্বশুর। এ ঘটনায় ফরিদাবাদে থাকা কাজলের মা–বাবার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ