বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

দুই স্ত্রীকে ছয়দিন সময় দিয়ে একদিন বিশ্রাম নেন স্বামী

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৩, ১৬:১৯

সতীনের সংসারে বিরাট কোন্দল হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। বরং এক স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন দুই স্ত্রী। অথচ স্ত্রী-সন্তান থাকা সত্বেও বিয়ে করেছিলেন যুবক। ঝামেলা আদালত অবধি পৌঁছায়। তারপরেই ‘ইউ টার্ন’। বর্তমানে ভারতের গুরগাঁওয়ে পাশাপাশি দুই ফ্ল্যাটে মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই তরুণী। এর জন্য সপ্তাহ হিসেবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তারা।

২০১৮ সালে পেশায় ইঞ্জিনিয়ার যুবক প্রথমবার বিয়ে করেন গোয়ালিয়রের বাসিন্দা তরুণীকে। তাদের এক পুত্রসন্তান হয়। মাঝে করোনা অতিমারির সময় স্ত্রী এবং ছেলেকে বাবার বাড়িতে রেখে আসেন যুবক। এই সময়েই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর কন্যাসন্তান জন্মায়। এদিকে প্রথম স্ত্রী এই ঘটনা জানতে পারেন। তিনি পারিবারিক আদালতে ভরণপোষণের অর্থ দাবি করে মামলা করেন। যদিও আদালতে শুনানির সময় সমঝোতার পথে হাঁটেন দম্পতি। ঠিক করা হয়, দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক। উভয়কে সমান সময় দেবেন। এর ফলেই স্বামীর সময় ভাগাভাগির প্রশ্ন এসে পড়ে।

সপ্তাহের কাজের ছয়দিনকে দুইভাগ করা হয়েছে। যুবকের দুই স্ত্রী তিন দিন করে স্বামীকে কাছে পান। প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ, দ্বিতীয় তিনদিন ছোট বউয়ের সঙ্গে সময় কাটান যুবক। এরপরেই যাবতীয় ঝগড়ঝাঁটির অবসান হয়েছে। আর অবশিষ্ট রোববার নিজের জন্য রেখেছেন যুবক। ওইদিন বিশ্রাম নেন যুবক, নিজের মতো করে সময় কাটান।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ