নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
টানা সাত মাস অনুপস্থিত থাকায় জাপানের এমপি ইওশিকাজু হিগাশিতানিকে মঙ্গলবার (১৪ মার্চ) বরখাস্ত করা হয়েছে। ইওশিকাজু একজন জনপ্রিয় ইউটিউবার। গত বছরের জুলাই মাসে এমপি হয়েছিলেন তিনি।
কিন্তু একদিনের জন্যও পার্লামেন্টের কোনো অধিবেশনে উপস্থিত ছিলেন না। টানা অনুপস্থিত থাকায় পার্লামেন্টের ডিসিপ্লিন কমিটি তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এই সপ্তাহের শেষ নাগাদ তাকে বহিষ্কারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
সেলিব্রিটিদের নিয়ে গসিপ ভিডিও বানানো ইওশিকাজু ‘গাসিই’ নামে পরিচিত ছিলেন। একজন পার্লামেন্ট সদস্যের জন্য ডিসিপ্লিনারি কমিটির দেওয়া সর্বোচ্চ শাস্তি এটি। ১৯৫০ সালের পর এমন ঘটনা আগে মাত্র দুবার ঘটেছে। তবে টানা অনুপস্থিতির কারণে কোনো এমপির বরখাস্ত হওয়ার ঘটনা জাপানে এটিই প্রথম।
ইওশিকাজু জাপানে থাকেন না। তিনি সংযুক্ত আরব আমিরাতে স্থায়ীভাবে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে। পার্লামেন্টে উপস্থিত না হওয়ার কারণ সম্পর্কে জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে এর আগে ইওশিকাজু বলেছিলেন, জাপানে গেলে তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হতে পারে বলে তার আশঙ্কা। তাছাড়া, সেলিব্রেটিরা তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।
জাপানের বিরোধীদল সেইজিকা-জোশি-৪৮ দলের দুজন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন ইওশিকাজু তাদের একজন। দলটি আগে এনএইচকে পার্টি নামে পরিচিত ছিল।
পার্লামেন্ট থেকে গত সপ্তাহে ইওশিকাজুকে টোকিও এসে সশরীর পার্লামেন্টে উপস্থিত হয়ে এতদিন ধরে অনুপস্থিতির জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। তখন বলা হয়েছিল যে, এটাই তার মুক্তির একমাত্র পথ। কিন্তু ইওশিকাজু এই আদেশ মানেননি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ