নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এবার সাপ্তাহিক ছুটি তিনদিন করার পরিকল্পনা করছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বিশ্বের অনেক দেশের নানা কোম্পানি চার দিন অফিস ও তিন দিন ছুটি শুরু করেছে। পাইলট এ প্রোগ্রাম অনেকটাই জনপ্রিয়তা পাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সৌদি আরবও। দেশটি সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা করছে। খবর গালফ নিউজের
প্রতিবেদনে গালফ নিউজের জানায়, সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিন অফিস ও তিন দিন ছুটির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এটি বাস্তবায়িত হলে সৌদি আরবে সপ্তাহে চার দিন অফিস আর বাকি তিন দিন ছুটি থাকবে। সাধারণত, সৌদি আরবের বেশির ভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
রবিবার এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যে কোনও ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
এর আগে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। আমিরাতের কর্তৃপক্ষ যে লক্ষ্য নিয়ে এই সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছিল, তা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন কর্ম সপ্তাহের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ