ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজার ছুঁইছুঁই

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে সপ্তাহ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিটি মিনিটই দুঃসংবাদ দিয়ে যাচ্ছে তুরস্ক ও সিরিয়াবাসীকে। বাতাসে লাশের গন্ধ আর মাটিতে বেঁচে থাকার সংগ্রাম। জীবন আটকে গেছে ধ্বংসস্তূপের নিচে। জীবন নয়; পুরো তুরস্ক ও সিরিয়া আটকে আছে। সঙ্গে শোকে কাতর বিশ্ব। বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান। তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ধ্বংসস্তূপ থেকে ছড়াচ্ছে লাশের গন্ধ। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪২ হাজার ছুঁইছঁই।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল -জাজিরা জানায়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজার ছুঁইছুঁই। সিরিয়ান কতৃপক্ষের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৬ হাজার ১৮৭ জন। আর একই সময়ে সিরিয়ান সরকার এবং জাতিসংঘের তথ্যমতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮০০ জনে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ