নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অর্থনীতিতে মুখ থুবড়ে পড়া শ্রীলঙ্কায় আবারও বাড়ল বিদ্যুতের দাম। এ যেন মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা।
রয়টার্স জানিয়েছে, দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।
এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি।
শ্রীলঙ্কার মানুষ এখন চরম ভোগান্তিতে রয়েছে। সংকট কাটছে না কিছুতেই। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আইএমএফের কাছে ঋণ চেয়েছিল। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ