নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এখন পর্যন্ত বাংলাদেশ দল ১ জনকে জীবিত এবং ২২টি মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ষষ্ঠ দিনের মতো চলছে বাংলাদেশ দলের উদ্ধার অভিযান।
এরআগে পঞ্চম দিনে রাতে ৮ ঘটিকায় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১টা ২০ মিনিটে পঞ্চম দিনের উদ্ধারকাজ শেষ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন জীবিত ও বাকি সবাই মৃত।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ