নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে সপ্তাহ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিটি মিনিটই দুঃসংবাদ দিয়ে যাচ্ছে তুরস্ক ও সিরিয়াবাসীকে। বাতাসে লাশের গন্ধ আর মাটিতে বেঁচে থাকার সংগ্রাম। জীবন আটকে গেছে ধ্বংসস্তূপের নিচে। জীবন নয়; পুরো তুরস্ক ও সিরিয়া আটকে আছে। সঙ্গে শোকে কাতর বিশ্ব। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে ছড়াচ্ছে লাশের গন্ধ।
তুরস্কের ইমার্জেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের (এসএকেওএস) বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার জানিয়েছে, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৭৪ জন। ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৮ হাজার মানুষকে। অন্যদিকে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জন।
গত ৬ ফেব্রুয়ারি ৪৫ সেকেন্ডের ভূমিকম্পের পর আরও ২ হাজার ৩শ’র বেশি আফটারশক হয়েছে বলে জানিয়েছে ভূতাত্বিক জরিপ সংস্থা। এতে যেসব ভবন এখনও অক্ষত আছে সেগুলোর স্থায়ীত্ব নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে শক্তিশালী ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া হাজারো শিশু নিহত হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
অন্যদিকে দুই দেশে হাজারো গৃহহীন মানুষকে তীব্র ঠান্ডা ও ক্ষুধার মধ্যে থাকতে হচ্ছে। শিশুসহ এসব পরিবার রাস্তা, শপিংমল, স্কুল, মসজিদ, বাস স্টেশন, সেতুর নিচে এবং উন্মুক্ত স্থানে বসবাস করছেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ