নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ ঢাকায় আসছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন বিনয় মোহন কোয়াত্রা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। কথা হবে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর নিয়ে। পাশাপাশি আলোচনায় আসতে পারে আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সবশেষ এফওসি ২০২১ সালে ভারতের নয়াদিল্লিতে হয়েছিল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ