নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সম্প্রতি বেলুন কাণ্ডে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে টানাপোড়েন চলছে। বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরও। সেই উত্তেজনার মধ্যেই এবার চীনের মূল ভূখণ্ড সংলগ্ন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনী এবং মেরিন কর্পসের সদস্যরা যৌথভাবে এই মহড়ায় অংশ নেয়। খবর এবিসি নিউজের।
জাপানের ইয়োকোসুকে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের প্রধান কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (১২ ফেব্রুয়ারি) বিমানবাহী ইউএসএস নিমিৎজের স্ট্রাইক গ্রুপ এবং ত্রয়োদশ মেরিন এক্সপিডিশনারি ইউনিট যৌথভাবে এ মহড়ায় অংশ নেয়। মহড়ার আনুষ্ঠানিক নাম ‘ইন্টিগ্রেটেড এক্সপিডিশনারি স্ট্রাইক ফোর্স অপারেশন’।
বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়ায় যুদ্ধজাহাজ, পদাতিক সেনা এবং যুদ্ধবিমান অংশ নেয়। তবে মহড়া কখন শুরু বা শেষ হয়, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
চীন পুরো দক্ষিণ চীন সাগরকে নিজের সমুদ্রসীমা বলে দাবি করে থাকে। এ নিয়ে প্রতিবেশী অনেক দেশের সঙ্গে চীনের দ্বন্দ্বও রয়েছে। এ দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। প্রতিবছর এ পথ হয়ে অন্তত ৫ ট্রিলিয়ন ডলারের পণ্য-মালামাল চলাচল করে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ