শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যুর আগে ধ্বংসস্তূপ থেকে বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২১

নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিনদিরিসে। বিগত বছরগুলোতে সিরিয়ায় ঘটে যাওয়া বিমান হামলা, বোমা বিস্ফোরণ ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে তিনি তার পরিবারকে আগলে রেখেছিলেন। কিন্তু গত সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রীসহ তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে আছে তার একটি ছোট্ট মেয়েও।

শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, নাসির আলওয়াকার ছোট্ট মেয়েটি দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর প্রাণ হারায়। কিন্তু মৃত্যুর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে বাবাকে নিয়ে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে সে। ওই চিরকুটের বার্তা আবেগাপ্লুত করছে প্রত্যেক পাঠককে। চিরকুটে কী লিখেছিল ছোট্ট মেয়েটি, সেটি বর্ণনা করেছেন তার বাবা নাসির আলওয়াকার।

তিনি জানিয়েছেন, ‘তার মেয়ে লিখেছে— হে আমার প্রতিপালক! আমি যা কিছুর মালিক তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটি তোমার কাছে আমানত রাখলাম। তুমি তাকে আমার জন্য রক্ষা করো। তিনি আমার হূদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ; আবু ফয়সাল।’ আবু ফয়সাল দ্বারা মেয়েটি তার বাবাকে বুঝিয়েছে।

উদ্ধারকর্মীরা রাতের বেলায় ধ্বংসস্তূপ থেকে নাসির আলওয়াকারের দু’জন সন্তানকে উদ্ধার করেছেন। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে— তার দুই সন্তানের শরীর ক্ষতবিক্ষত ও ধুলোমলিন। কিন্তু এর আগেই তার স্ত্রী ও পাঁচ সন্তান মারা যান।

এ প্রসঙ্গে বিষণ্ন নাসির আলওয়াকা বলেন, ‘ঘর কেঁপে উঠল। আমরা বোমা হামলায় অভ্যস্ত, বোমা বিস্ফোরণে অভ্যস্ত, ঘরের ওপর ব্যারেল পড়ল— এটিও অস্বাভাবিক নয়— সবই আমাদের পরিচিত কিন্তু ভূমিকম্প— এটি তো আল্লাহর আদেশ।’

সূত্র: আল-জাজিরা মুবাশির

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ