ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

ব্যাংকের লকারের টাকা খেল পোকা

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭

ব্যাংকের লকারে থাকা ২ লাখ ১৫ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় ২ লাখ ৭২ হাজার) সাবার করলো উইপোকা। ব্যাংকে গচ্ছিত রাখা টাকা এভাবে নষ্ট হওয়ায় গ্রাহকদের মাথায় হাত পড়েছে।

ভারতের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি সুনিতা মেহতা নামের এক গ্রাহক ব্যাংকে গিয়ে নিজের লকারটি খুলে দেখতে পান সেখানে উইপোকা আক্রমণ করেছে।

সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করাটা ব্যাংকের দায়িত্ব। ইতিমধ্যে তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেছেন।

অভিযোগ বলা হয়, ব্যাংকে পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেয়া হয় না। আর সেকারণে লকারে রাখা জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি লকারে উইপোকার আক্রমণ হয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রবীণ কুমার যাদব বলেছেন, মুদ্রা নষ্ট হওয়ার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র: জি নিউজ, ইন্ডিয়া টুডে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ