ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প 

১০১ ঘণ্টা পর এক পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

ভূমিকেম্পর প্রায় ১০১ ঘণ্টা পরে তুরস্কে একই পরিবারের ছয় সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্ডারুন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর আল-জাজিরা

প্রতিবেদনে জানানো হয়, একই পরিবারে ৬ সদস্য ভূমিকম্পে ধ্বসে পড়া একটি ভবনের ছোট্ট পকেটে গাদাগাদি করে ছিলেন। সেখান থেকে তাদের উদ্ধারকর্মীরা উদ্ধার করেন।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দুই দেশে মোট ২১ হাজার ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে জাতিসংঘ বলছে- মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বাসস্থান, বিশুদ্ধ পানি জ্বালানি বা বিদ্যুতের অভাবে এখনো বেঁচে থাকা অনেকে তাদের জীবন হারাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বেঁচে থাকার হার ২৪ ঘণ্টার মধ্যে ৭৪ শতাংশ। কিন্তু ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে তা ২২ শতাংশ এবং পঞ্চম দিনে মাত্র ছয় শতাংশে নেমে আসে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ