নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পাকিস্তানের পেশোয়ারে নামাজ চলাকালীন অবস্থায় মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫৭ জন।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আল-জাজিরা
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির গণমাধ্যমকে বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলছে। সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লোক আটকে আছে।’
হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা সেখানে নামাজ পড়তে জড়ো হয়েছিলেন।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিমের বরাত দিয়ে আল-জাজিরা ৯০ জন আহত হওয়ার খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘তারা ৯০ জন আহত ব্যক্তিকে তারা পেয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
সিকান্দার খান নামের পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হয়েছিল। জানান, ‘বিস্ফোরণে বিল্ডিংটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে চাপা রয়েছে।
তবে এখ পর্যন্ত কেই এই বোমা হামলার দায় স্বীকার করেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
এদিকে পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান এক বিবৃতিতে জানিয়েছেন, মসজিদের মূল হলের ধারণক্ষমতা প্রায় ৩০০ ছিল এবং বিস্ফোরণের সময় এটি ‘প্রায় পূর্ণ’ ছিল।
তিনি বলেন, ‘আমরা এই মুহুর্তে নিশ্চিত করতে পারছি না- এটি আত্মঘাতী হামলা ছিল কি না। তবে আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনা রয়েছে। আমাদের আরও তদন্ত করতে হবে,’ যোগ করেন তিনি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ