শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৩

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আটজনে রয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢাকার বাসিন্দা ৪ জন এবং ঢাকার বাইরের ৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৯ জন এবং ঢাকার বাইরের ৩৩৫ জন।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯৪ জন। এর মধ্যে ঢাকায় ২৮৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ