নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে গরুর মুখে মাস্ক পরানো খুব অদ্ভুত কৌশল মনে হলেও এই পরিকল্পনাই রাজকীয় স্বীকৃতি পেয়েছে যুক্তরাজ্যে। সম্প্রতি রয়্যাল কলেজ অব আর্ট (আরসিএ) পরিদর্শন শেষে এমনই এক উদ্ভাবনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রিন্স চার্লস। মোটা অঙ্কের অর্থ পুরস্কারও মিলেছে উদ্ভাবকদের।
গরুর মুখ থেকে পৃথিবীকে বাঁচানোর এই কৌশল উদ্ভাবন করেছে জেল্প নামের একটি স্টার্টআপ। তারা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যা, গরুর মুখ থেকে বেরোনো মিথেনকে পানি ও কার্বন-ডাই অক্সাইডে রূপান্তরিত করে বাতাসে ছড়িয়ে দেবে।
যন্ত্রটি গরুর মাথার চারপাশে বসানো হবে। গরু যখন নিঃশ্বাস ত্যাগ করবে, তখন তার মুখ থেকে নির্গত মিথেন ধরে রাখবে যন্ত্রটি। সেই গ্যাস একটি অতিক্ষুদ্র কনভার্টারের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্বন-ডাই অক্সাইড ও জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে নির্গত হবে।
জেল্পের দাবি, তাদের যন্ত্রটি মিথেন নির্গমন ৫৩ শতাংশ কমিয়ে দেয়। এর সাফল্য পরের বছর ৬০ শতাংশে পৌঁছাবে বলে আশা করছে তারা। প্রিন্স চার্লসের সাসটেইনেবল মার্কেটস ইনিশিয়েটিভের অংশ হিসেবে জেল্পের এই উদ্ভাবনকে আরো তিন বিজয়ীর সঙ্গে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেয়া হয়েছে। গত ২৭ এপ্রিল আরসিএ-এর বিশেষ প্রদর্শনীতে জেল্পের তৈরি গরুর মাস্ককে ‘আকর্ষণীয়’ বলে মন্তব্য করেছেন প্রিন্স অব ওয়েলস। টেলিগ্রাফ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ