গরমে কোথাও বের হলেন অবকাশযাপনের জন্য। কিছু করণীয় সম্পর্কে জেনে নিন, যা মেনে ভ্রমণযাপন হবে আনন্দদায়ক।
১. গরমে সঙ্গে রাখবেন ছাতা। বৃষ্টির হাত থেকেই নয়, রোদ থেকে বাঁচতেও ছাতা প্রয়োজন। অনেক সময় বৃষ্টির মুখোমুখি হতে পারেন। তাই এই সময়ে ভ্রমণে ছাতা হয়ে উঠবে আপনার সঙ্গী।
২. সঙ্গে রাখবেন পর্যাপ্ত বিশুদ্ধ পানি। ভ্রমণে অনেক সময় পানি কম পান করায় পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই নিয়ম করে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করবেন।
৩. ব্যাগে মনে করে সানস্ক্রিন ক্রিম নিয়ে যাবেন। অতিরিক্ত রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তাই অন্তত ছয় ঘণ্টা পর পর মুখ পরিষ্কার করে সানস্ক্রিন লাগাতে পারেন।