নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বছর নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর কোম্পানিটির এটি দ্বিতীয় দফা গণছাঁটাই।
মঙ্গলবার (১৪ মার্চ) দ্বিতীয় দফায় ঘোষণা দেয় এ প্রতিষ্ঠানটি। ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৪ মাস ধরে ধাপে ধাপে কর্মী ছাঁটাই চলবে।
মেটায় পাঁচ হাজার পদ শূন্য রয়েছে। এখন আর কোনো কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনা মহামারিতে টেক কোম্পানিগুলো অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে ছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঘন ঘন সুদের হার বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাপক চাপে পড়েছে এসব কোম্পানিগুলো। ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বিজ্ঞাপন কমায় চাপে পড়েছে ফেসবুক। গত বছর দুই-তৃতীয়াংশ মেটার শেয়ার কমে যায়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ