নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বিদ্যুৎস্পৃষ্টে রোববার (১৯ জুন) মো. রাজন (২৬) নামের কুমিল্লার লাকসাম উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাজন উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আবদুল কাদেরের ছেলে।
সোমবার (২০ জুন) বিকেলে নিহতের বড় ভাই মনিরুল ইসলাম জানান, বাংলাদেশ সময় সকাল ৮টায় ইরাকের বাগদাদের আলমনসুরা এলাকায় কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাজন।
তিনি বলেন, তিন বছর আগে আমার ভাই ইরাকে পাড়ি জমায়। তার মরদেহ আমরা দেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সরকার এ বিষয়ে সহায়তা করবে।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুল শাহিন বলেন, ফেসবুকে দেখেছি রাজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর নিয়ে যা সহযোগিতা করা দরকার করবো। তার মৃত্যুতে আমরা শোকাহত।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ