নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুইটি গাছে শামুক খোল পাখির আবাস ছিল। কিন্তু হাসপাতালে ড্রেন নির্মাণ কাজের জন্য গাছ কেটে ফেলায় মারা গেছে শতাধিক শামুক খোল পাখির বাচ্চা। এছাড়া অনেকেই আহত শামুখ খোল পাখি নিয়ে গেছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ড্রেন নির্মাণ করতে শনিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গনের গাছ দুইটি কেটে ফেলেন শ্রমিকরা। এতে গাছে বাসা করে থাকা শতাধিক শামুখ খোল পাখির বাচ্চা মাটিতে পড়ে মারা যায়। এছাড়া আহত পাখিগুলো নিয়ে যায় স্থানীয়রা। এছাড়াও নির্মাণ শ্রমিকরা খাওয়ার উদ্দেশ্যে অন্তত ২০টি পাখি জবাই করেছে।
এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজি হননি। তবে পাখি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ