নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাত ও ভোরে হিম হিম শীত বজায় থাকবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ নাজমুল জানান, আগামী দু-তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। তবে এরপর তাপমাত্রা বাড়তে পারে।
এছাড়া কুয়াশা আরও কমে যেতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে রাজশাহী ও রংপুর বিভাগে একটু ঠান্ডা বাড়তে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ