নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কখনও ‘খুবই অস্বাস্থ্যকর’, কখনও ‘অস্বাস্থ্যকর’, আবার কখনও ‘বিপজ্জনক’। বাতাসের মান তালিকায় এমন তিন ক্যাটাগরিতেই ঘুরপাক খাচ্ছে রাজধানী ঢাকার বায়ুদূষণের মানমাত্রা। তালিকায় থাকা শহরগুলোর মধ্যে শীর্ষ পাঁচে তো বটেই, শীর্ষস্থান থেকেই নড়চড় কম বাংলাদেশের সবচেয়ে জনবহুল নগরীর। সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। যদিও গতকাল এই ঢাকা প্রথম স্থানে ছিলো
ঢাকার বাতাসের মান রোববার সকাল ১০টা ২৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৫ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ স্থানে আছে। তবে এর আগের দিন শনিবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ ছিলো।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'বিপজ্জনক' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
পাকিস্তানের লাহোর, চীনের শেনইয়াং ও ভারতের মুম্বাই যথাক্রমে একিউআই ১৮৩, ১৮২ ও ১৮০ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
নয়া শতাব্দীা/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ