নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’ নামের চারটি সিনেমা। এর মধ্যে প্রথম ৩টি ছবির বাজেট প্রায় ৭ কোটি টাকা। ‘বড্ড ভালোবাসি’ ছবিটির বাজেট কত ছিল তা প্রকাশ করেনি এর প্রযোজনা প্রতিষ্ঠান। এবার ঈদে সারাদেশের ১৪০টি প্রেক্ষাগৃহ চালু ছিল। এসব প্রেক্ষাগৃহে চলেছে বা এখনো চলছে ‘গলুই’, ‘শান’ ও ‘বিদ্রোহী’। আর ‘বড্ড ভালোবাসি’ ছবিটি মুক্তি পেয়েছে কেবল ব্লকবাস্টার সিনেমাসে।
ঈদের প্রথম এক সপ্তাহে সিনেমাগুলোর দর্শক নিয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। বেশকিছু প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারেই দেখা গেছে সিনেমা দেখতে আসা দর্শকদের দীর্ঘ সারি। তবে সিঙ্গেল স্ক্রিনের অধিকাংশ প্রেক্ষাগৃহে সেই চিত্র খুব একটা আশাব্যঞ্জক ছিল না। হলে দর্শক ফিরলেও তেমন জমে উঠেনি। যে কারণে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর নির্মিত ব্যয় উঠে আসবে কিনা, এ নিয়ে শঙ্কা থেকে যায়।
স্টার সিনেপ্লেক্সে চলছে ‘শান’ ও ‘গলুই’। এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দিন থেকেই ভালো দর্শক আসছে হলে। কিছু কিছু শো হাউসফুলও যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে ‘শান’ একটু এগিয়ে। কারণ শানের কিছু কিছু শো হাউসফুল গিয়েছে। ‘গলুই’ও ভালো চলছে, হাউসফুল না হলেও প্রায় ৮০-৯০ ভাগ সিট পূর্ণ হয়েছে। আমি কাউকেই ছোট করতে চাই না, ঈদের সিনেমা হিসেবে দুটোই ভালো যাচ্ছে। অনেকেই বলে যে, বাংলা সিনেমার দর্শক নেই। এটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে এবারের ঈদে। প্রচুর দর্শক পাচ্ছি। বাংলা সিনেমার দর্শক এখনো আছে। ভালো কনটেন্ট পেলে এখনো হল হাউস ফুল হবে।’
ব্লকবাস্টার সিনেমাসে ঈদের চারটি সিনেমাই চলছে। হলটির ম্যানেজার মাহবুব বলেন, ‘সবচেয়ে ভালো যাচ্ছে ‘শান’, তারপর ‘গলুই’, তারপর ‘বিদ্রোহী’, ও ‘বড্ড ভালোবাসি’। বেশকিছু শো হাউসফুল হয়েছে শানের। গলুইয়ের শো হাউসফুল না গেলেও ৮০ ভাগ কাভার করেছে। বিদ্রোহীর সেল গড়পড়তা। ভালোও না আবার মন্দও না। করোনার পর আবারো দর্শকরা হলে ফিরেছে। বলতে পারেন করোনা শুরু হওয়ার আগে যেমন মানুষ বাংলা সিনেমা দেখতে ভিড় জমাত সেই স্বাভাবিক অবস্থা আবারো ফিরে এসেছে।’
রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে শান। হলটির ম্যানেজার হাসান বলেন, ‘সিনেমা ব্যবসা ভালোই চলছে। অন্য সময়ের চেয়ে অনেক ভালো। চারটা ঈদ হল বন্ধ ছিল। এবার ভালো দর্শক পাচ্ছি। এরকম দু’চারটা সিনেমা মুক্তি পেলে সিনেমা ব্যবসা আবার দাঁড়িয়ে যাবে। এখন ভালো ভালো সিনেমা দরকার। সব শো হাউসফুল না হলেও প্রায় কাছাকাছি ছিল। অ্যাভারেজ সেলটা ভালো ছিল।’
ঢাকার চিত্রামহলে চলছে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’। হলের ম্যানেজার ইকবাল ইউসুফ বলেন, ‘বিদ্রোহী’ ছবিতে যতটুকু দর্শক আশা করেছিলাম ততটুকু পাইনি, তারপরও আমরা খুশি। দর্শক কম হলেও তারা করোনার সময়ের চেয়ে বেশি আসছে।’
মধুমিতায় চলছে ‘শান’। হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শান খুব ভালো চলছে। বেশকিছু শো হাউসফুল গেছে। এই ছবিটি যে পরিমাণে ব্যবসা করছে তাতে আমরা খুব খুশি। অনেক দিন পর আবার হলে দর্শক ফিরেছে।’
গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘সব জায়গাতেই গলুইয়ের সেল ভালো। এক সপ্তাহের হিসেবে তো আর কিছু বলা যায় না। তবে যে হারে সিনেমাটা মানুষ দেখছে তাতে আমরা আশাবাদী সিনেমাটি লগ্নি তুলে আনতে পারবে।’
বিদ্রোহী সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ‘সিনেমাটি বেশ ভালো চলছে। লগ্নি তুলে আনতে পারব কিনা সেটা আমি বলতে পারছি না। কেবল তো মুক্তি পেল। এখন দেখা যাক।’
‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব তা ভাবিনি কখনো। আশা করছি আমরা সিনেমার লগ্নি তুলে আনতে পারব।’
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ