নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। বাবা হয়েছেন তিনি। রাজধানীর একটি বেসকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন সিয়াম আহমেদের এক ঘনিষ্ঠ বন্ধু। সিয়ামের ব্যক্তিগত নম্বরে কল করলে সেই ঘনিষ্ঠ বন্ধু বলেন, সিয়ামের ছেলে হয়েছে। সবাই দোয়া করবেন।
সূত্র জানান, সিয়ামের স্ত্রী ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।’
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন। আসছে ঈদে সিয়াম অভিনীত ‘শান’ সিনেমা মুক্তি পাচ্ছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ