নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। আলোচিত এই বিয়েতে দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের দুই সেনসেশন। গত ১৪ এপ্রিল কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা। দুই সেনসেশনের বিয়েতে পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
পরিবারের আত্মীয়দের বাইরে বলিউড থেকে বিয়েতে উপস্থিত ছিল শাহরুখ খান, শ্বেতা বচ্চন, গৌরি খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের মতো তারকারা। তবে এ দিন শাহরুখ খানের উপস্থিতি ছিল রহস্যজনক। নিজেকে যতটা সম্ভব আড়াল করে অনুষ্ঠানে হাজির হন বলিউড বাদশাহ।
একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল শাহরুখের গাড়ির সিট। ফলে চোখেই পড়েনি তাকে। বিয়ের অনুষ্ঠানে কিং খানের এমন এন্ট্রি সবাইকে অবাক করে দেয়।
কেন এমনটা করলেন শাহরুখ খান? তার কারণ কিং খানের মুখ থেকে না জানা গেলেও ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, শাহরুখের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’-এর লুক যাতে প্রকাশ্যে না আসে তাই এমন অদৃশ্য এন্ট্রি নেন শাহরুখ খান।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ