নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ঢাকা উত্তরের একটি কেন্দ্রে গিয়ে তিনি টিকা নেন।
দেরিতে টিকা নেয়ার বিষয়ে তিশা বলেন, প্রথম যখন করোনার টিকা দেওয়া শুরু হলো, ‘তখন আমি “বঙ্গবন্ধু” বায়োপিকের শুটিং করছিলাম। পরে যখন সময় পেলাম, তখন আবার বয়স মিলছিল না। বয়সের কোটা সমস্যা যখন কেটে গেল, তখন আবার নেব কি নেব না, এ নিয়ে একটা দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, না, করোনার টিকা নেওয়াই উচিত।
বিশেষ করে সরয়ার (তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী) যখন করোনাক্রান্ত হলো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। এরপরই প্রথম ডোজ আর আজ দ্বিতীয় ডোজ নিয়ে ফেললাম। করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে টিকা নেয়া উচিত।
বেশি কিছুদিন ধরে নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিশা। নতুন নাটকে অভিনয়ের জন্য আরও সময় নিতে চান। নিজেকে পুরোপুরি ফিট করে তবেই শুটিং করতে চান। তবে কবে, কখন, তা নির্দিষ্ট করে বলেননি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ