নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে ‘মায়া’ চলচ্চিত্রে। সিনেমাটির পরিচালক রাজর্ষি দে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ এই ছবির উপজীব্য। মূল ভূমিকাতেই অভিনয় করছেন মিথিলা।
সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে মিথিলা নিজেই বিষয়টি জানিয়েছেন। এ অনুষ্ঠানে লাল শাড়িতে বাঙালি সাজে হাজির হয়েছিলেন মিথিলা।
সিনেমাটির বিষয়ে তিনি বলেছিলেন, এই সিনেমায় নির্মাতা ‘ম্যাকবেথ’-এর ভীষণ নারীবাদী একটি রূপান্তর ঘটিয়েছেন। এখানে আমাকে তিন সময়ে তিনটা বয়সে দেখা যাবে। এমন গল্পে অভিনয় করতে পেরে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করছি।
সিনেমাটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়সহ টালিউডের একঝাঁক তারকাকে। ‘মায়া’র বড় অংশের শুটিং হবে কলকাতাতেই।
এদিকে, কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের রেস্তরাঁ ‘ফাইভ ম্যাড মেন’-এ প্রকাশিত হলো ‘মায়া’র লোগো। ওই অনুষ্ঠানে প্রায় সকলের পোশাকেই লাল অথবা কালোর পরশ দেখা গেছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ