নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাদক মামলায় জামিন পেয়ে মুক্ত জীবনে ফিরেছেন ঢাকাই ছবির ডানাকাটা পরী খ্যাত চিত্র নায়িকা পরীমনি। তবে তিনি বাসায় ফিরেই পেয়েছেন বাসা ছেড়ে দেয়ার নোটিশ। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলছেন আলোচিত এই নায়িকা।
উল্টো তিনি নিজেই বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে পরীমনি বলেন, ৭ বছর বনানী থেকেছি, কেউ কখনো আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। আমি কখনো উগ্রভাবে চলাফেরাও করিনি। কেউ আমাকে বলতেও পারবে না- আমার বাসায় রাত-বিরাতে মানুষজন আসে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় পুরো বাংলাদেশ আমার বাসার ঠিকানা জেনে গেছে। ফলে আমি এখন নিরাপদ বোধ করছি না। নিরাপত্তার জন্যই আমি বাসা ছেড়ে দিতে চাচ্ছি।
এ সময় পরীমনি আক্ষেপ করে বলেন, মানুষের তো প্রাইভেসি থাকে, কিন্তু আমার বেডটাও দেখিয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান পরীমনি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ