বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

অতিরিক্ত সুন্দরী হয়ে বিপাকে তরুণী

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১২:১৮

বলেকয়ে কেউ প্রেমে পড়েন না। কেউ সম্পর্কে থেকে অখুশি রয়েছেন, কেউ আবার একা রয়েছেন বলে দুঃখ প্রকাশ করেন। অনেক সময় কোনো সম্পর্কে না থাকলে তাদের অদ্ভুত জগতের প্রাণী হিসাবে দেখা হয়, যেন একা থাকা অবাস্তব। এ পরিস্থিতি এড়াতে গিয়ে মাঝেমধ্যেই অনেককে একা থাকার কারণ দর্শাতে দেখা যায়। কেউ কেউ সত্যি কথা বললেও অনেকেই সত্য গোপন করতে কথার ফাঁকে মিথ্যার প্রলেপ লাগিয়ে ফেলেন। তবে হোপ সুইংয়ের কাহিনি একটু আলাদা। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হোপ। ২৪ বছর বয়সেই টিকটকে প্রভাবী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। কখনও টিকটক, কখনও বা ইনস্টাগ্রামে নিজের ছবি এবং ভিডিও পোস্ট করে উপার্জন করেন তিনি।

সম্প্রতি টিকটকে নিজের একটি ভিডিও পোস্ট করে হোপ নিজের ‘সিঙ্গেল’ থাকার কারণ জানান। হোপের দাবি— তিনি এত সুন্দরী, এতটাই লাস্যময়ী যে ছেলেরা তাকে প্রেম নিবেদন করতে ভয় পান। ভিডিওতে লক্ষ করা যায়, হোপ হতাশ মুখে বসে রয়েছেন। তিনি জানান, প্রয়োজনের তুলনায় বেশি সুন্দরী হওয়া অপরাধ। একে নিজের জীবনের ‘পাপ’ হিসাবেই দেখছেন হোপ।

হোপ বলেন, ‘সুন্দরী হওয়ার জন্য যে প্রেমিক জোটে না, তা নিয়ে কেউই আলোচনা করেন না। কিন্তু আমি সুন্দরী হওয়ার জন্য নিজেকেই দোষ দিই।’ ভিডিওটি পোস্ট করার পর তা সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। হোপ তার ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ৩৭ লাখ সমাজমাধ্যম ব্যবহারকারী সেটি দেখে ফেলেন। এখনও পর্যন্ত ৪ লাখেরও বেশি মানুষ তার ভিডিওতে মন্তব্যও করে ফেলেছেন। তাদের বেশিরভাগই সমর্থন করেছেন হোপকে। কেউ বলেছেন, ‘তোমার ওপর দিয়ে কী যাচ্ছে তা আমি বুঝতে পারছি। আমার অবস্থাও তোমার মতো।’ কেউ আবার বলেছেন, ‘সুন্দরী হওয়া যেমন জীবনের আশীর্বাদ, ঠিক তেমনই এটি এক রকম অভিশাপও।’ আবার এক সমাজমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন যে, একা থাকার যে কারণ হোপ দেখিয়েছেন তা দেখার পর তিনিও এখন এ সত্যিটাই মানতে শুরু করেছেন। কিন্তু সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ মনে করছেন, ‘এগুলো হোপের অতিরিক্ত অর্থ উপার্জনের ফন্দি ছাড়া আর কিছুই নয়।’ মিথ্যা কথা বলে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের প্রোফাইলের ‘রিচ’ বাড়াতে চাইছেন হোপ। কিন্তু ভিডিওটি পোস্ট করার কয়েক দিন পর হোপ মুখ খোলেন। তার দাবি— তিনি একাই সুন্দরী এবং সিঙ্গেল, এ কথা মিথ্যা। হোপ জানান, নারীদের বেশিরভাগ সময় এমনটাই বলতে শুনেছেন তিনি। হোপ বলেন, ‘বহু নারীই অকপটে স্বীকার করতে ভয় পান যে, তারা প্রেমের প্রস্তাব পান না। তাই তারা কখনও বলেন যে, বিপরীত দিকের মানুষটি চান যে সৌন্দর্যের দিক দিয়ে তিনি নারীটির চেয়ে এগিয়ে থাকুক। আবার কখনও তারা দাবি করেন, তারা এতটাই সুন্দরী যে ছেলেরা তাদের কাছে ঘেঁষতেও ভয় পায়। প্রেম নিবেদন করা তো দূরের কথা।’ হোপ জানান যে, তার ভিডিওটি পোস্ট করার পর অনেক নারীই তাকে সমর্থন করেছেন। কিন্তু নিজের রূপ নিয়ে এত অহঙ্কার থাকা কি ঠিক? প্রশ্ন তুলেছেন হোপ নিজেই।

অবশ্য নারীরা সমর্থন করলেও পুরুষরা হোপের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। হোপকে উন্মাদও বলেছেন কেউ কেউ। কিন্তু হোপ তাতে বিন্দুমাত্র অবাক হননি। হোপ বলেছেন, ‘আমি স্বাবলম্বী। একা রয়েছি বলে আমার জীবনে কোনো দুঃখ নেই। ছোট থেকেই আমি এমন কোনো সম্পর্কে জড়াইনি যার কোনো ভবিষ্যৎ আছে। স্কুলে পড়ার সময় অনেক সম্পর্কে এসেছিলাম। কিন্তু একটি সম্পর্কের আয়ুও এক মাসের বেশি ছিল না।’ বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হোপ। তাই এখন প্রেম করার সময় নেই বলেই দাবি করেছেন তিনি। হোপ বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাই আমার কোনো প্রেমিক নেই বলে আমি আশ্চর্য হই না। আমার জীবনে কারও আসার থাকলে সে নিজে থেকেই আসবে। একা রয়েছি বলে সম্পর্কের পেছনে ছোটার মতো মেয়ে নই আমি।’ আনন্দবাজার।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ